প্রিন্সিপালের বানী

বিসমিল্লাহির রাহমানির রাহীম সকল প্রসংশা মহান রাব্বুল আলামিনের দরবারে যিনি আমাদেরকে দ্বীনি শিক্ষা সম্প্রসারণে আধুনিক প্রযুক্তিতে সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করেছেন। দূরুদ ও সালাম সর্বকালের সর্ব শ্রেষ্ঠ মহা মানব হযরত মোহাম্মদ (সঃ) এর উপর। অতপর ইসলামিক মিশন মহিলা দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠার সাথে যারা জড়িত থেকে মৃত্যুবরণ করেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি। ইসলামি ও সাধারণ শিক্ষার সাথে সমন্বয়ে গড়ে উঠা ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে মহান আল্লাহর অশেষ রহমতে নারী শিক্ষার আলো ছড়াতে সফলতার স্বাক্ষর রেখে চলেছে অত্র প্রতিষ্ঠানটি । প্রযুক্তির ইতি বাচক প্রয়োগ ও বিশ্বের নিত্য নতুন চ্যালেঞ্জ এর প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সাথে মাদ্রাসা সর্বমূখী কর্ম তৎপরতা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ ইসলামি শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন সরকারের আহ্বানে ও সহযোগিতায় সাড়া দিয়ে বিশ্ব মানের শিক্ষা ব্যবস্থা গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় ইসলামিক মিশন মহিলা দাখিল মাদ্রাসার এই ওয়েবসাইটটির আত্মপ্রকাশ করেছে। আলোকিত মানুষ গড়ার প্রত্যয়ে অত্র মাদ্রাসার শিক্ষার্থীরা দেশ ও জাতির উন্নয়নে উদ্যেগী হবে এই আশা ব্যক্ত করে মহান আল্লাহ তাআলার দরবারে সাহায্য কামনা করছি ,আমিন। মাওলানা মোঃ হাশিম উদ্দিন প্রতিষ্ঠাতা সুপারিনটেনডেন্ট ইসলামিক মিশন মহিলা দাখিল মাদ্রাসা হালুয়াঘাট, ময়মনসিংহ।