সকল প্রশংসা মহান আল্লাহ্ তায়ালার দরবারে যিনি আমাদের সৃষ্টি করেছেন। বিশ্ব মানবতার মুক্তির দিশারী আশ্রাফুল আম্বিয়া জনাব মোহাম্মাদুর রাসুলুল্লাহ্ (স.) এর উপর লাখো কোটি দূরুদ ও সালাম। ইসলামিক মিশন মহিলা দাখিল মাদ্রাসার সাথে জড়িত থেকে যারা প্রতিষ্ঠা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞ। এদের মধ্যে যারা মুত্যুবরণ করেছেন তাদের রুহের মাগফেরাত কামনা করছি এবং যারা মাদ্রাসাটির প্রতিষ্ঠা লগ্নে জমি দান করেছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করছি। গত ২৭/০৪/২০২৫ খ্রিঃ আমি মোঃ মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, হালুয়াঘাট, ময়মনসিংহ, অত্র মাদ্রাসার সভাপতি হিসাবে দায়িত্ব পালন করে আসছি। মাদ্রাসার শুরু লগ্ন থেকে আমি সম্পৃক্ত। মাদ্রাসাটি ইসলামি ও সাধারণ শিক্ষার সমন্বয়ে অত্র এলাকায় নারী শিক্ষার ব্যপারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। অত্র মাদ্রাসার শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবো বলে আশা করছি। মোঃ মিজানুর রহমান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হালুয়াঘাট, ময়মনসিংহ। ও সভাপতি ইসলামিক মিশন মহিলা দাখিল মাদ্রাসা হালুয়াঘাট, ময়মনসিংহ।
